৫নংবিনাউটি ইউনিয়ন পরিষদ
কসবা, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন কসবা উপজেলাস্ত ৫নং বিনাউটি ইউনিয়ন পরিষদটি কুমিললা-সিলেট মহাসড়কের সৈয়দাবাদ বাসষ্টেন্ডেরঅনতিদুরে প্রাচীন কালের ঐতিহ্যবাহী রাউৎহাট বাজারের দক্ষিণ পাশে একটি মনোরম পরিবেশে জনবহুল এলাকায় অবস্থিত। বিনাউটি গ্রামের নামানুসারে এই ইউনিয়নটির নাম বিনাউটি নামকরন করা হয় বলে প্রতিয়মান হয়। শিক্ষা সাহিত্য সংস্কৃতি আর ব্যবসা বানিজ্যে পরিপূর্ন এই ইউনিয়নটি। হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মধ্যে এক সোহার্ধ পূর্ন মনোভাবের এক মিলন মেলার বহি প্রকাশ। ইউনিয়নটির উত্তরে ধরখার ইউনিয়ন, দক্ষিণে কসবা পৌরনসভা, পশ্চিমে বাদৈর ইউনিয়ন, পূর্বে গোপীনাথপুর ইউনিয়ন। অত্র ইউনিয়নে নৌ ও স্থল পথে যাতায়ত অত্যন্ত সুবিধাজনক।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS