Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মামলার আবেদন

০৫নংনং বিনাউটি ইউনিয়ন পরিষদমোবাইর নং ০১৭২০১৯৬৬১০

ডাকঘর:বিনাউটি, উপজেলা: কসবা, জেলা: ব্রাহ্মণবাড়িয়া।

এম.এস.আলম ভূইয়া দুলাল

(চেয়ারম্যান)

 স্বারক নং- ইপ/মেহারী/ ৭৯ (২) ২০১৩                                                    তারিখ: ২০-১১-২০১৩ইং

 

প্রাপক,

      বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট

      ১ম আদালত, ব্রাহ্মণবাড়িয়া।

      বিষয়ঃ সি আর ৮৪/১৩ ইং (কসবা) মামলার তদমত্ম সরজমিনে তদমত্ম ক্রমে প্রতিবেদন দাখিল প্রসংগে।

সূত্র নং= ৪১৭                                                                                তারিখ: ০৩-১১-২০১৩ইং

 

বাদী:মোঃ বাবুল মেস্ত্রী, পিতা মোঃ আবুল বাশার, সাং:

নেমতাবাদ, উপজেলা: কসবা, জেলা: ব্রাহ্মণবাড়িয়া।

বিবাদী:

১। রহমান মিয়া, পিতা: মৃত আ: খালেক,

২। এমরান, পিতা: চুনু মিয়া,

৩। ছামদানী, পিতা: গোলাম রববানী,

৪। আরমান, পিতা: চুনু মিয়া,                                                         সর্ব সাং:

নেমতাবাদ

৫। সাদুলস্না, পিতা:  মোঃ খালেক মিয়া,                                       পো:সৈয়দাবাদ, উপজেলা: কসবা

৬। ছোটন মিয়া, পিতা:  মংগল মিয়া,                                             জেলা: ব্রাহ্মণবাড়িয়া।

৭। সবুজ, পিতা: রফিক মিয়া,

৮। রহমান এর স্ত্রী পতি: আ: রহমান,

৯। রহিমা বেগম, পিতা: রেহমান মিয়া,

১০। ফেরদৌসী, পিতা: আ: রহমান।

 

     উপযুক্ত সূত্রস্থ সি আর ৮৪/১৩ ইং মামলার তদমেত্মর স্বার্থে বাদী এবং বিবাদী গণকে ১০-০৭-২০১৩ইং তারিখে নোটিশ প্রদান করা হয়। উভয় পক্ষদ্বয় এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত হয়ে বাদীর অভিযোগ বিষয়টি ধৈর্য সহকারে শুনেন। বিবাদী গণকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। উভয় পক্ষদ্বয়ের মধ্যে মামলার বিষয় নিয়ে যুক্তি তর্ক উত্থাপিত হয়। উপস্থিত বিবাদী গণ এবং গণ্যমান্য ব্যক্তিদের তথ্য অনুযায়ী প্রতিয়মান হয় যে, মামলার অভিযোগের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। বাদী এজন অসামাজিক লোক এবং অসামাজিক কার্য কলাপে জড়িত। বাদী গণ সাধারণ ঘটনাকে কেন্দ্র করে মামলা মোকদ্দমা করা তার পেশা ও নেশা। বিবাদীগণ অভিযোগ কৃত ঘটনার সাথে জড়িত নয়।

 

অতএব,

          মহোদয়ের সমীপে বিনীত প্রার্থনা এই যে, গণ্যমান্য ব্যক্তি গণের বক্তব্য এবং মামলাটি তদমত্মক্রমে প্রতিয়মান হয় যে, আসামী ১-১০ নং  সমসত্ম আসামী নির্দোষ। ষড়যন্ত্রমূলক ভাবে বিবাদী গণকে উক্ত মামলায় জড়ানো হয়েছে। মানবিক দিক বিবেচনা করে আসামী গণকে উক্ত মামলা হইতে অব্যাহতি দানের জন্য বিনীত ভাবে অনুরোধ করছি।

 

এম.এস.আলম ভূইয়া দুলাল                                                                                                                                                                                                                    (চেয়ারম্যান)

০৫নং বিনাউটি ইউনিয়ন পরিষদ

                                                                                                                                                                 কসবা ,ব্রাহ্মণবাড়িয়া।                                 

                                                                                               

 

 

 

 

০৫নং বিনাউটি  ইউনিয়ন পরিষদ

ডাকঘর:বিনাউটি, উপজেলা: কসবা, জেলা: ব্রাহ্মণবাড়িয়া।

এম.এস.আলম ভূইয়া

(চেয়ারম্যান)

 স্বারক নং- ইপ/মেহারী/                                                                     তারিখ: ২৩-০২-২০১৪ইং

 

প্রাপক,

          বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট

          ১ম আদালত, ব্রাহ্মণবাড়িয়া।

বিষয়ঃ সি আর ৮৪/১৩ ইং (কসবা) মামলার তদমত্ম সরজমিনে তদমত্ম ক্রমে প্রেরিত প্রতিবেদন না পাওয়ার প্রসংগে।

সূত্র নং= ৯৭                                                                                তারিখ: ১৬-০২-২০১৪ইং

 

      উপযুক্ত বিষয় ও সূত্রস্থ পত্রের প্রেক্ষিতে মহোদয়ের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সূত্র নং ৪১৭ তারিখ: ০৩-১১-২০১৩ ইং এর নির্দেশ মোতাবেক বিগত ২০-১১-২০১৩ইং তারিখ স্বারক নং  সি আর ৮৪/১৩ইং (কসবা) তদমত্মক্রমে ইপ/মেহারী/৭৯(২) ২০১৩ইং ডাক যোগে প্রেরিত হওয়া সত্বে ও আপনার কার্যালয়ে নির্ধারিত সময়ে পৌছায় নাই। এতে আমি অত্যমত্ম দুঃখিত। আপনার জ্ঞানার্থে প্রতিবেদনের এক (১) কপি পুনরায় দাখিল করা হইল।

 

   

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

   এম.এস.আলম ভূইয়া                                                                                                                                                                  (চেয়ারম্যান)

 ০৫নং বিনাউটি ইউনিয়ন পরিষদ

                                                                                                                                            কসবা ,ব্রাহ্মণবাড়িয়া।